এশিয়া প্যাসিফিক অঞ্চলে ওটিটি ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটিরও বেশি। এ অঞ্চলের ৬৯ শতাংশ গ্রাহক সপ্তাহে অন্তত একবার নেটফ্লিক্স ব্যবহার করেন। 

ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে সিঙ্গাপুর (৯১ শতাংশ), অস্ট্রেলিয়া (৮১ শতাংশ) ও ইন্দোনেশিয়া (৭৬ শতাংশ)।

ইন্দোনেশিয়ায় ৭৯ শতাংশ হারে ওটিটি ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া ৮৬ শতাংশ গ্রাহক মোবাইলের মাধ্যমে নেটফ্লিক্সের ভিডিও দেখেন। স্পট-এক্সের এশিয়া বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক গ্যাভিন বাক্সটন বলেন, ‘ওটিটি বেশ জনপ্রিয় প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। স্ট্রিমিং ভিডিও সার্ভিসগুলো দক্ষিণ এশিয়ায় একচেটিয়াভাবে ব্যবসা করছে এবং স্মার্টফোনের মাধ্যমে দ্রুত বিস্তার লাভ করছে।’ 

তিনি আরও বলেন, ‘করোনা মহামারির সময়ে অনেক নতুন গ্রাহক ওটিটি ব্যবহার শুরু করেছেন। যাদের আগে থেকেই অ্যাকাউন্ট ছিল তারাও অনেক কনটেন্ট দেখতে পারছেন। সারা বিশ্বে ওটিটি প্ল্যাটফর্মের ৩৯ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছেন। এর মধ্যে সিংহভাগ রয়েছে যুক্তরাষ্ট্রে।’ 

মাইন্ডশেয়ার ইন্দোনেশিয়ার প্রধান অংশীদার ক্রিসেলা ম্যাগপায়ো কার্ভ্যান্টেস বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মের আরও জনপ্রিয়তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। শুধু করোনা মহামারিতেই নয়, ইন্দোনেশিয়ার গ্রাহক যাতে পরেও ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারে উৎসাহী থাকে তার জন্য আমরা চেষ্টা করছি।’

এইচএকে/এমআরএম