কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (৭৪) মারা গেছেন। সোমবার (১৫ মে) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেশ কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন দেশবরেণ্য এ অভিনেতা। চিকিৎসাধীন অবস্থাকালে বেশ কয়েকবার তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।

আরও পড়ুন- ‘মিয়া ভাই ভালো আছেন, সুস্থ আছেন’

২০২১ সালের ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলা চলচ্চিত্রের 'মিয়াভাই' খ্যাত এ নায়ক। বেশ কয়েকবার কিছুটা সেরে উঠলেও পুরোপুরি সুস্থ হননি অভিনেতা। এমনকি গত দুই বছরে বেশ কয়েকবার সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। 

২০২১ সালের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। এরপর ২০২২ সালের ৯ এপ্রিল শনিবার মধ্যরাত থেকেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এছাড়াও বেশ কিছু সময়ে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়। 

আরও পড়ুন- নায়ক ফারুক আর নেই

প্রিয় অভিনেতার এমন মৃত্যুর গুজবে বেশ বিরক্ত ও বিব্রত হয়েছিলেন তার পরিবার ও ভক্তরা। তবে প্রত্যেকবারই পরিবারের পক্ষ থেকে সুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবার নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমের কাছে গুজবের বিষয়টি নিশ্চিত করে দোয়া চেয়েছিলেন।

উল্লেখ্য, এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আবার তোরা মানুষ হ', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে', 'সখী তুমি কার', 'কথা দিলাম', 'সূর্য গ্রহণ' ইত্যাদি।

এমজে