‘রক অ্যান্ড রিদম ৩.০; ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্ট অনুষ্ঠিত

এ বছরের সবচেয়ে বর্ণিল কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল ‘রক অ্যান্ড রিদম ৩.০; ট্রিবিউট ফিয়েস্তা’ শিরোনামে, যা আয়োজিত হয়েছে এডভেন্টর কমিউনিকেশন্সের উদ্যোগে। যেখানে দারুণ সব লাইনআপে মেতে উঠেছিলেন বাংলার তরুনসমাজ। 

‘রক অ্যান্ড রিদম ৩.০’ একটি অন্যরকম মিউজিক ইভেন্ট, যেখানে সংগীতের শক্তিতে সবাই একত্রিত হয়েছেন। এ কনসার্টে যোগ দিয়েছিলেন প্রায় ৮ হাজার সংগীতপ্রেমী। ইভেন্টে লাইভ পারফর্ম করেছে দেশের স্বনামধন্য ব্যান্ডদল আর্টসেল, নেমেসিস, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, পাওয়ারসার্জ, ইনডালো, মেকানিক্স, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আওনিক বন্ড, ইকোজ এবং উন্মাদ।

এ কনসার্টে বাংলাদেশের প্রথম সারির ব্যান্ডদলগুলো আয়রন মেইডেন, মেটালিকা, প্যান্থেরা, আফটারব্রিজ, জিমি হ্যানড্রিক্স, বব ডিলান, বব মার্লে, ইলুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড, এসিডিসি, গানস অ্যান্ড রোজেস, রেডিওহ্যাড, নির্ভানা, অডিওস্ল্যাভ, টুল, লিংকিং পার্ক, গ্রিনডে, কোল্ডপ্লে, ইনকিউবাস, ইত্যাদি ইন্টারন্যাশনাল ব্যান্ডগুলোর গান ট্রিবিউট করেছে।

ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪, যেখানে ছিল অসাধারণ সাউন্ড সিস্টেমসহ লাইটিং সিস্টেম। 

এফকে