৩৪ বছর পেরিয়ে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কার জন্মদিনে শুভেচ্ছা জানালেন স্বামী বিরাট কোহলি। 

আইপিএলের ব্যস্ততাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা লিখলেন বিরাট। অনুষ্কার একগুচ্ছ ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান।

অভিনেত্রীর একাধিক ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘ভাল-খারাপ, সব পরিস্থিতিতেই তোমায় ভালবাসবো! তোমার সব পাগলামি সত্ত্বেও তোমাকেই ভালবাসি! শুভ জন্মদিন আমার সব কিছুর।’

২০১৭ সালে ইতালিতে ব্যক্তিগত পরিসরে বিরাট কোহলিকে বিয়ে করেন অনুষ্কা শর্মা। এর আগে ২০১৩ সাল থেকেই প্রেম। 

একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের সেটে তাদের পরিচয়। বিয়ের তিন বছর পরেই কোলে আসে তাদের সন্তান ভামিকা।

কয়েকদিন আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স সঙ্গে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচে একটি ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন বিরাট। স্বামীর এই কেরামতিতে গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন অনুষ্কা। 

মাঠের মাঝখানে দাঁড়িয়েই স্ত্রীর দিকে চুম্বন ছুড়ে দেন বিরাট। লাজে রাঙা মুখে সেই চুমু লুফেও নেন অনুষ্কা।

আনন্দবাজার