এবারের ঈদুল ফিতরে বিনোদন পাড়ায় যেন উৎসবের আমেজ একটু বেশিই সাড়া ফেলেছে। বড় পর্দার সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে ছোট পর্দার নির্মাতারা সফলভাবে নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন। সঠিক পরিকল্পনা, অভিনেতাদের সুনিপুণ অভিনয় আর সংগীত পরিচালকদের জাদুকরি মিউজিকের সমন্বয় ঘটিয়ে ওয়েব সিরিজ ও টিভি নাটকে দর্শকদের মন মাতিয়ে রেখেছেন নির্মাতারা।

ঈদ উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তিপ্রাপ্ত আশফাক নিপুনের ‘মহানগর ২’ ব্যাপক প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। এই সিরিজের প্রথম সিজন দেখে দর্শকেরা সিরিজের সংগীত পরিচালক জাহিদ নিরবের টাইটেল ট্র্যাকটির ব্যাপক প্রশংসা করেছিলেন। তখন সর্বমহলে ‘মহানগর’-এর আবহসংগীত আলোড়ন সৃষ্টি করেছিল।

‘মহানগর’-এর আকাশছোঁয়া সফলতার পর থেকেই দর্শকদের আশা ছিল ‘মহানগর ২’তেও জাদুকরি সেই সংগীতের মূর্ছনায় আটকে রাখবেন জাহিদ নিরব। হয়েছেও তাই। গত ২০ এপ্রিল রাতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘মহানগর ২’ মুক্তির পর থেকেই জাহিদ নিরবের আবহসংগীতে মজেছে দর্শক। এর ছাপ দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

‘মহানগর ২’ ছাড়াও জাহিদ নিরব ঈদুল ফিতরে দর্শক-শ্রোতাদের বড় চমক দিয়েছেন আরও কিছু কাজে। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ ও ওয়েব ফিল্ম ‘বিদেশ’ দুটিতেই আবহসংগীত পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি ‘বিদেশ’-এর একটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন নিরব।

নির্মাতা কাজল আরেফিন অমি সংগীত পরিচালক জাহিদ নিরবের কাজকে রীতিমতো ‘ম্যাজিক’ বলে আখ্যা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় নিরব বলেন, ‘আমার শখের কাজটাই আমি প্রফেশন হিসেবে নিয়েছি, এটা একটা আনন্দের ব্যাপার। তবে যখন সেই কাজটি দর্শক-শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পায়, তখন আমার আনন্দ দিগুণ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ডিরেক্টর বা যারা আমার ওপর আস্থা রাখেন, বিশেষভাবে আশফাক নিপুন, কাজল আরেফিন অমি, রায়হান রাফী তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা যদি আস্থা না রাখত, তাহলে এত ভালো কাজ বের করে আনা সম্ভব হতো না।’

আগামীতে কী কী কাজ হাতে আছে বা আগামীর পরিকল্পনা কী? এমন প্রশ্নের উত্তরে নিরব বলেন, “আমাদের সংগীত ব্যান্ড ‘চিরকুট’ নিয়ে আমরা আগামী ২ মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি কনসার্ট করতে, সেক্ষেত্রে ঈদুল আজহায় অনেক কাজের অফার থাকা সত্ত্বেও করতে পারছি না। তবে কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা কিছু দিন পরেই ওটিটিতে ও থিয়েটারে আসবে। সেগুলো নিয়েও ভীষণ আশাবাদী আমি।”

প্রসঙ্গত, তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক জাহিদ নিরবের যাত্রা শুরু হয়েছিল গানের দল চিরকুট ব্যান্ডের সদস্য হিসেবে। এরপর তিনি বিভিন্ন সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের আবহসংগীত পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পরাণ’, ‘দেশান্তর’, ‘পদ্মপুরাণ’ সিনেমাগুলো।

কেএইচটি