এখন কেন পাগড়ি পরেন অরিজিৎ?
হঠাৎ করেই মঞ্চের অনুষ্ঠানের সময় পাগড়ি পরা শুরু করেছেন অরিজিৎ। আগে তাকে খালি মাথাতেই দেখা যেত। কিন্তু ২০২১ থেকে তিনি আর খালি মাথায় অনুষ্ঠানে আসেন না। অনেকের এই নিয়ে বহু দিনের কৌতূহল। সে রহস্য ফাঁস হলো গায়কের চলতি বছরের জন্মদিনে। অরিজিৎ গত ২৫ এপ্রিল পা রাখলেন ৩৬ বছরে।
গায়কের ঘনিষ্টজনরা বলছেন, ২০২১-এর ৬ জুন থেকে তাকে পাগড়িতে দেখা গেছে। সেই সময় বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির তাণ্ডব। চারিদিকে স্বজনহারার শোক। যে যার নিজের বাড়ি বা আশ্রয়ে ফিরে গিয়েছেন। অরিজিৎও সেই সময় মুম্বাই ছেড়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মভিটায় ফিরে আসেন। তখন থেকেই নাকি তিনি পাগড়ি পরাও শুরু করেন। গায়কের যুক্তি, তিনি তার শিক্ষা-সংস্কৃতির শিকড়ে ফিরে যেতে চেয়েছিলেন। তাই এই বিশেষ উদ্যোগ।
বিজ্ঞাপন
তাদের কথায়, অরিজিতের মা বাঙালি। বাবা শিখ। তাই অরিজিৎ তার পরিবারের পুরোনো রীতি ফেরাতেই পাগড়ি পরা শুরু করেন। ওই বছর থেকেই তিনি স্থায়ীভাবে জিয়াগঞ্জেই স্ত্রী, দুই সন্তানকে নিয়ে বাস করতে শুরু করেন। মুম্বাইয়েও তার বাড়ি আছে। কিন্তু তিনি দরকার ছাড়া সেখানে খুব একটা যান না।
সূত্র : আজকাল
জেডএস