সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বড় মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। দুই বছর আগে নজরুল ও রবীন্দ্রসংগীত গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার হাজির হয়েছেন নতুন চমক নিয়ে। 

রোদেলা কণ্ঠে তুলেছেন কিংবদন্তি সুরকার-সংগীত পরিচালক লাকী আখান্দের বিখ্যাত গান ‘আমায় ডেকো না’। গানটি প্রকাশের পর সবার প্রশংসায় নিজেকে স্বার্থক ভাবছেন এ ক্ষুদে গায়িকা।

ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রোদেলা বলেন, ‘দুই বছর আগে আমার কণ্ঠে নজরুল ও রবীন্দ্রনাথের দুটি গান প্রকাশ পেয়েছে। এরপর করোনার কারণে কিছু করা হয়নি। এই সময়ে বাসায় অনুশীলন চালিয়ে গিয়েছি। এখন যেহেতু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তাই চিন্তা করলাম কিছু করা দরকার। সে চিন্তা থেকেই শ্রদ্ধেয় লাকী আখান্দের গানটি কাভার করলাম। নতুন করে এর সংগীতায়োজন করেছেন রাজীব ঘোষ। এটি প্রকাশ হওয়ার পর বেশ ভালো সাড়া পেয়েছি।’

প্রকাশিত গানটি গাওয়া খুব চ্যালেঞ্জিং ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘গানটি খুব কঠিন। গাওয়ার পর শ্রোতারা কীভাবে নেয়, এই চিন্তা করে একটু নার্ভাস ছিলাম। তবে এ ব্যাপারে সানি মামা আমাকে বেশ সাহস জুগিয়েছেন। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।’

রোদেলা

দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেলে গান নিয়ে তাদের মাঝে নিয়মিত হতে চান রোদেলা। জানালেন, শিগগিরই প্রকাশ করবেন আরেকটি গান। পাশাপাশি ভাবনায় রয়েছে মৌলিক গানও। 

রোদেলা এই প্রসঙ্গে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আম্মুর ইউটিউব চ্যানেলে গৌরীপ্রসন্ন মজুরদারের ‘অলির কথা শুনে’ গানটি প্রকাশ করা হবে। এটি এক মাস আগে ঢাকাতে গিয়ে রেকর্ড করে এসেছি। এছাড়াও সামনে অনুপমের ব্যানারে একটি মৌলিক গান করার ব্যাপারে কথা হচ্ছে। ভেবেছিলাম গানটি বৈশাখে প্রকাশ করব। কিন্তু এবার যেহেতু মাহে রমজানের কারণে পহেলা বৈশাখ উদযাপন সেভাবে হচ্ছে না। তাই আগামী ঈদে মৌলিক গানটি প্রকাশের কথা রয়েছে।’

ন্যান্সি ও রোদেলা

মায়ের পাশাপাশি বিজন তোপদারের কাছে নিয়মিত শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছেন রোদেলা। সুযোগ মিললে পছন্দের শিল্পীদের সঙ্গে গান করার ইচ্ছা ন্যান্সিকন্যার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনও প্রতিষ্ঠান থেকে অফার আসে তাহলে আমি অবশ্যই মৌলিক গান করব। আমার সবচেয়ে পছন্দ হাবিব ওয়াহিদ আংকেলের গান। তার সঙ্গে গান করার সুযোগ পেলে অন্যরকম অনুভূতি হবে। যখন মানুষ বলবে আমার মায়ের পরে মেয়ে গান করছে হাবিব ওয়াহিদের সঙ্গে। তখন তো ভালো লাগাটাই অন্যরকম হবে।’  

ময়মনসিংহের একটি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছেন রোদেলা। পড়াশোনার পাশাপাশি গানের চর্চা ধরে রেখে শ্রোতাদের মুগ্ধ করবেন তিনি। একদিন ছাড়িয়ে যাবেন মাকে, এমন প্রত্যাশা ন্যানসিরও।

এমআরএম