নীল রঙের টপের সঙ্গে কালো রঙের প্যান্ট পরে সেজে এসেছিলেন নুসরাত জাহান। দিয়েছিলেন যশ দাশগুপ্তকে কিছু ছবি তোলার ভার। কিন্তু নুসরাতের ছবি তোলার ভান করে নিজেরই একের পর এক ছবি তুলতে থাকেন যশ। আর সেগুলো তোলা শেষ হতেই ছবিগুলো দেখতে ছুটে আসেন নুসরাত। তবে স্মার্টফোনের দিকে তাকাতেই রেগে আগুন হয়ে গেলেন নুসরাত।

রোববার (৫ মার্চ) সে মুহূর্তের পুরো ভিডিওটিই রেকর্ড করা হয়েছিল মজা করে। আর তা ইনস্টাগ্রামে আপলোড করে যশ লিখেছেন, ছেলেরা তো এমনই হয়। তো নুসরাত জাহান, ছবি কেমন লাগল?

আর তাতেই নুসরাতের পালটা হুঁশিয়ারি, মিস্টার হিরো, এবার আমার প্রতিশোধের জন্য অপেক্ষা করো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজনের এ ঝগড়া দেখে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজিও দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

যশ ও নুসরাতকে আগামীতে ‘শিকার’ সিনেমা দেখা যাবে। যা একেবারেই থ্রিলার। যার নেপথ্যে থাকবে জঙ্গল। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। আর যশ-নুসরাতের পাশাপাশি মুখ্য চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এফকে