প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে গেলেন শহীদ
‘আমরা মিউজিশিয়ান। আমরা ভাই মরলো কেনো? আপনারা চাইলেই আমাদের ওপর গাড়ি তুলে দিতে পারেন না। মিউজিশিয়ান হানিফ ভাই ও পার্থ গুহ দাদার হত্যার বিচার চাই। আমাদের নিরাপদ সড়ক দিন’-শহীদের লেখা এসব কথা আর ব্যানারটি যেন বাংলাদেশের সব মিউজিশিয়ানের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।
আর তাই তো ১৪ মার্চ (রোববার) করা শহীদের ফেসবুক পোস্টটি রীতিমত ভাইরাল। এরইমধ্যে পাঁচশর বেশি শেয়ার পড়েছে পোস্ট্টি। ১৩ মার্চ ভোরে শোয়ের উদ্দেশে কক্সবাজার যাওয়ার সময় চ্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রতিবাদে এভাবে একাই রাস্তায় দাঁড়িয়ে গেলেন ‘দূরবীন’ ব্যান্ডের দলনেতা ও গায়ক সৈয়দ শহীদ। যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের স্বনামধন্য দুই মিউজিশিয়ান হানিফ আহমেদ (প্যাড ও পার্কাসন বাদক) ও পার্থ গুহ (প্যাড বাদক)।
বিজ্ঞাপন
তার আগে বোরবার দুপুর ১টায় ফেসবুকে এক পোস্টে এই ঘটনার প্রতিবাদ জানান শহীদের ব্যান্ড ‘দূরবীন’-এর আরেক সদস্য আইয়ূব শাহরিয়ার। যে পোস্টটি পরে শহীদও কপি শেয়ার করেন।
যেখান আইয়ুব লেখেন, ‘আমরা মিউজিশিয়ান, আমরা এলিট শ্রেণি! আজ যদি কোনো ছাত্র সড়ক দুঘর্টনায় মারা যেত তবে ছাত্ররা হয়তো আন্দলন করতো। আমরা কারা যে আন্দলন করবো? আজ যদি কোনো শ্রমিক সড়ক দুঘর্টনায় মারা যেত তবে শ্রমিকেরা হয়তো আন্দলন করত। আমরা কারা যে আন্দলন করবো? আজ যদি কোনো মেথর সড়ক দুঘর্টনায় মারা গেলে তবে মেথরের জাত হয়তো আন্দোলন করত। আমরা কারা যে আন্দোলন করবো? আজ যদি কোনো তৃতীয় লিঙ্গের কেউ সড়ক দুঘর্টনায় মারা যেত তবে তারাও হয়তো আন্দোলন করত। আমরা কারা যে আন্দলন করব।’
তিনি হতাশা ব্যক্ত করে লেখেন, ‘সবাই নিজেদের একেকটা জাত মনে করে। আমরা মিউজিশিয়ানরা কোনো জাত না, আমরা এলিট। আমরা স্ট্যাটাস দেব, আফসোস করব। পারলে ছবিসহ পোস্ট করব মৃত মিউজিশিয়ান আমার কত পরিচিত ছিল এটা শো করার জন্য। আহা কত আপন ছিলাম তাই না! আন্দোলন-প্রতিবাদ আমাদের জন্য না। আমরা এলিট শ্রেণি।’
এই গায়ক আরও লেখেন, “আমরা টকশো বা ইন্টারভিউতে বলি বলার জন্য ‘আমরা এক পরিবারের মতো’। পরিবারের কেউ গেলে কেমন লাগে তা তার আসল পরিবারই জানে। সংগীত জগতে কত সাংবাদিক, কত প্রশাসনের লোক, কত ব্যবসায়ী, লেখক আছেন। তাদেরও যার যার মতো করে স্ট্যাটাস দেন। এটাই ভালো। কাল আমি মরে গেলে আপনি অথবা আপনি মরে গেলে আমি স্ট্যাটাস দেবো-আহা, কি তাড়া ছিল যাবার?’
আইয়ূবের মতে, ‘আমি চাই এর প্রতিবাদ করতে। আপনারা যারা নিয়মিত আছেন সংগীত জগতে দয়া করে জোর প্রতিবাদ করুন। কালকে আপনাকে শো করতে যেতে হবে কোথাও।’
আরআইজে