ক্যারিয়ারের শক্ত অবস্থানে রয়েছেন কিয়ারা আদভানি। সম্প্রতি মুক্তি পায় তার ‘লাক্সমি’ সিনেমাটি। যেখানে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে তাকে। তবে বক্স অফিসে হিট তকমা পেতে ব্যার্থ। কিন্তু এ নিয়ে হতাশ নয় কিয়ারা।

ইন্ডিয়া এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘প্রতিটি সিনেমা আমি সমান পরিশ্রম দিয়ে করি। ব্যার্থতা নিয়ে আমি হতাশ নই। আমি কৃতজ্ঞ নির্মাতাদের প্রতি। তারা আমাকে নতুন চরিত্র কাজের সুযোগ দেন। আমার চেষ্টা থাকে তাদের প্রত্যাশা ঠিক রাখার।’

২০১৪ সালে ‘ফুগলি’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন কিয়ারা। যেটি প্রযোজনা করেন অক্ষয় কুমার। যদিও ‘ফুগলি’ দিয়ে স্পটলাইটে আসেননি তিনি। ‘এম এস ধনি’ সিনেমা দিয়ে দর্শকদের নজরে আসেন ২৮ বছর বয়সী এই বলিউড তারকা। 

পরবর্তীতে ‘কবির সিং’ দিয়ে ঘুরে যায় কিয়ারার ভাগ্যের চাকা। একের পর এক বিগ বাজেট সিনেমায় অভিনয়ের সুযোগ আসে তার। এরমধ্যে নির্মিত হয় ‘গিল্টি’ সিনেমা। যেখানে প্রথমবারের মত কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেনে কিয়ারা। করোনার মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। 

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কিয়ারার ‘ইন্দো কি জাওয়ানি’। এছাড়াও একাধিক সিনেমার শুটিংয়ে ব্যস্ততা চলছে তার। বলা যায় ২০২১ সালের কিয়ারার ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় কাটবে। 

এমআরএম