সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে একদিন কেন পেছাল?
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এর আগে ৬ ফেব্রুয়ারি সকাল থেকে বিয়ের সুখবর পাওয়ার জন্য অপেক্ষায় ছিল অনুরাগীরা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বিয়ের কোনো ঝলক দেখা গেল না। পরে বিয়ে হয় পরদিন ৭ ফেব্রুয়ারি।
এদিকে কথা ছিল, গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীতের পর ৬ তারিখই বিয়ের অনুষ্ঠান। বাস্তবে অন্য পরিকল্পনা দেখা গেল মলহোত্রা পরিবারের। পরদিন কড়া নিরাপত্তায় সম্পন্ন হয় তাদের বিয়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন>>> বিয়ে করলেন সিদ্ধার্থ-কিয়ারা, প্রকাশ্যে এলো ছবি
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। খ্যাতনামা সব তারকার সমাগম হয় এই ধরনের বিয়েতে। যার ফলে বাড়তি সতর্কতা বাঞ্ছনীয়। গত দু’দিন ধরেই জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সাজ সাজ রব। তেমনই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের মাহেন্দ্রক্ষণ যত এগিয়ে আসছে, তত জোরদার হচ্ছে নিরাপত্তা। ৬৫ একর জায়গা নিয়ে নির্মিত এই প্রাসাদের চারপাশ মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। নিমন্ত্রণপত্র ছাড়া প্রাসাদের অন্দরে ঢোকা এক কথায় অসম্ভব।
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে বলিউডের তারকারা যেমন নিমন্ত্রিত, তেমনই রয়েছেন ইশা অম্বানীর মতো ভিভিআইপি অতিথিও। সেই কারণেই আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান তারা।
এই দুই তারকার বিয়ের নিরাপত্তার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন। নতুন বর-কনেকে দেখার জন্য কৌতূহলী তাদের অনুরাগীরা।
এমএ