নায়ক ফারুকের রক্তে ইনফেকশন
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন দেশের নন্দিত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের রক্তে ইনফেকশন ধরা পড়েছে। আজ রোববার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান।
তিনি জানান, শুক্রবার (১৩ মার্চ) ফারুকের রক্তে একটা ইনফেকশন ধরা পড়েছে। সেটার কালচার রিপোর্টের অপেক্ষায় আছেন ডাক্তাররা। রক্তে সংক্রমণের কারণেই ফারুকের শরীরটা একটু খারাপ করেছিল। তবে এখন তিনি ভালো আছেন।
বিজ্ঞাপন
১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক। এরপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরআইজে