আবারও চমকে দিলেন ন্যানসিকন্যা রোদেলা
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বড় মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। এর আগে নজরুল ও রবীন্দ্রসংগীত গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিলেন। মাঝেমধ্যে মায়ের সঙ্গে বিভিন্ন লাইভে গান করেও পেয়েছেন বাহবা।
রোদেলা এবার কণ্ঠে তুলেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার-সংগীত পরিচালক লাকী আখন্দের বিখ্যাত গান ‘আমায় ডেকো না’। ১৩ মার্চ (শনিবার) ন্যান্সির নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে, যা শুনে অনেকেই রোদেলার গায়কীর প্রশংসা করছেন। নতুনভাবে গানটির সংগীতায়োজন করেছেন রাজীব ঘোষ।
বিজ্ঞাপন
গান প্রসঙ্গে রোদেলা বলেন, ‘আমি এই যুগের মেয়ে হলেও আগের দিনের গানগুলো আমার বেশি শোনা হয়। হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর কিংবা আমাদের দেশের কিংবদন্তি রুনা লায়লা, সামিনা চৌধুরীদের গান আমার ভীষণ পছন্দ। আম্মুর সাহায্য ছাড়া নিজের চেষ্টাতেই গানটি তুলেছি, গেয়েছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা।’
রোদেলা আরও যোগ করেন, ‘গানটি অনেক কঠিন। তাছাড়া এমন মানুষের গান যেনতেনভাবে গাইলেই হয় না। তাই একটু নার্ভাস ছিলাম। এক্ষেত্রে সানি মামা বেশ সাহস জুগিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরও কোনো ভুলত্রুটি হলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
ময়মনসিংহের একটি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছেন রোদেলা। মায়ের পাশাপাশি বিজন তোপদারের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছেন। এর আগে ‘প্রজাপতি প্রজাপতি’ ও ‘আমরা সবাই রাজা’ গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন রোদেলা।
আরআইজে/এমএমজে