ভারতের নয়াদিল্লিতে তিন দিনব্যাপী চতুর্থ ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে। আজ (শুক্রবার) নয়াদিল্লির শ্রীফোর্ট মিলনায়তনে এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই বাংলার চলচ্চিত্রের উৎকর্ষতা সাধন ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এ আয়োজন। ২০১৭ সালে এই চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। 

ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসব কমিটির অন্যতম পরিচালক আশীষ রঞ্জন দাশের পরিচালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

এ চলচ্চিত্র উৎসবে দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ দর্শকদের জন্য প্রদর্শিত হয় পশ্চিম বাংলার জনপ্রিয় নির্মাতা অনীক দত্তের নির্মিত সিনেমা ‘অপরাজিত’।

চলচ্চিত্র উৎসবে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম বাংলা থেকে গৌতম ঘোষ ও বাংলাদেশ থেকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আগামীকাল (শনিবার) নয়াদিল্লিতে যাবেন।

কেএ