বিয়ের আগে বাবার, আর বিয়ের পর স্বামীর পরিচয়ে পরিচিত হতে অনেক নারীই পছন্দ করেন। অনেকেরই আবার আপত্তি আছে এতে। তাদের মতে নারীরও নিজের পরিচয়ে পরিচিত হওয়া উচিত। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা আছে তাদেরই দলে।

সম্প্রতি মিথিলা নিজের ফেসবুকে এবং টুইটারে হ্যান্ডেলে প্রতিবাদের সুরে লিখেছেন, 'আমাকে যতবার সৃজিতপত্নী লিখবেন, ততবার সৃজিতকেও মিথিলাপতি লিখবেন প্লিজ।'

মিথিলার এই লেখার পেছনেও ছিল বিশেষ কারণ। সম্প্রতি একাধিক গণমাধ্যমে খবরের শিরোনামে মিথিলাকে সৃজিতপত্নী লেখা হয়। মূলত এর পরই চটেছেন মিথিলা। তিনি জানান তাকে নিয়ে যখনই এই ধরনের সংবাদ প্রকাশ করা হবে তখনি প্রতিবাদ জানাবেন। এভাবে তাকে উপস্থাপন না করার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বানও জানান।

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ের পর ভারতের পশ্চিমবঙ্গের ঘরের মানুষ হয়ে উঠেছেন মিথিলা। টালিপাড়ার অনেকের সঙ্গেই তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। কিছুদিন আগেই স্বামী সৃজিত মুখার্জি এবং কন্যা আইরাসহ কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন তিনি। ৩ মার্চ আবারও কলকাতায় ফিরে গেছেন। কিছুদিনের মধ্যেই ঢাকায় ফিরে ঈদের কাজ করবেন বলে জানিয়েছেন মিথিলা। 

আরআইজে