নতুনদের জন্য জায়গা ছাড়ছেন মেহজাবীন!
নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। বর্তমানে তাকে এই মাধ্যমে খুব একটা দেখা যায় না। বরং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেই বেশি দেখা যায় এই অভিনেত্রীকে। তবে কি নাটকে কাজ করা ছেড়েই দিলেন? কিছুটা কৌশলে জানালেন, ছাড়ছেন না তবে জায়গা বদল করে নতুনদের সুযোগ করে দিচ্ছেন।
রবিবার (২৯ জানুয়ারি) রাতে আয়োজন করা হয় ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’-এর প্রিমিয়ার। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে বেশ খোলামেলা কথা বলেন মেহজাবীন। নাটক ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে।’
বিজ্ঞাপন
ভালোবাসা দিবস উপলক্ষে তার একমাত্র উপহার এই ওয়েব সিরিজটি। মেহজাবীনের কথায়, ‘‘এই ভ্যালেন্টাইনে একটাই কাজ আমার। সেটি হলো ‘দ্য সাইলেন্স’। এটাই দেখবেন একমাস। মানে পুরো ফেব্রুয়ারিজুড়ে।’’
নাটক ছাড়ছেন না তবে আবার থাকছেনও না ‘পুনর্জন্ম’ অভিনেত্রী! নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চাচ্ছেন। তার ভাষায়, ‘আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার।’
উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করেছেন সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের ‘দ্য সাইলেন্স’। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে দেখা যাবে ওয়েব সিরিজটি। এতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজিজুল হাকিম ও বিজরী বরকতউল্লাহ।