৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড ‘স্টারলিং’-এর গিটারবাদক নূর কুতুবুল আলম উজ্জ্বল আর নেই। বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে এই গিটারবাদকের বয়স হয়েছিল ৫২ বছর।

উজ্জ্বলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকর্মী এরশাদুল হক টিংকু।

নূর কুতুবুল আলম উজ্জ্বল

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বাসাবো মহাসড়ক জামে মসজিদে প্রয়াত উজ্জ্বলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর চাঁদপুরের হাজীগঞ্জে তারাপাল্লা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রকাশ পায় ব্যান্ড ‘স্টারলিং’-এর প্রথম অ্যালবাম ‘বাউল’। অ্যালবামটি দিয়ে বেশ সাড়া ফেলেন তারা। এরপর ১৯৯৭ সালের দিকে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘আঁধারে’। সেটিও বেশ প্রশংসা কুড়ায়। সে ব্যান্ডেরই অন্যতম সদস্য ছিলেন নূর কুতুবুল আলম উজ্জ্বল।