বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম দীর্ঘদিন গণমাধ্যমে অনুপস্থিত থাকার পর আবারও সামনে এসেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘পিতার প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে এবার দেখা যাবে তাকে।

সেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭৫ পরবর্তী প্রতিরোধ যুদ্ধ ও বর্তমান রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এছাড়াও বিশ্ব গণমাধ্যমে তার নাম উঠে এলে সে প্রসঙ্গে কি বলেছিলেন জাতির পিতা, এ নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।

আলোচনায় বেগম মুজিবের স্নেহ ও সারল্যের কথাও উল্লেখ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়াও বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্টতার কথা, বিশেষ করে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতি তার গভীর প্রেম, অনুভব উঠে এসেছে তার আলোচনায়।

একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠানটি আগামী মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।