সৃজিতের সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে মনামী ঘোষ
মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে।
গত ৩০ ডিসেম্বর, টুইটারে একটি পোস্টার শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই পোস্টারে দেখা যাচ্ছে, রাস্তায় বসে আছেন মৃণাল সেন। ক্যাপশনে সৃজিত লেখেন, 'যেদিন আপনি আপনার এ এল ডোরাডো চিরতরে ছেড়ে গিয়েছেন, কিছু আপডেট...। টুইটারে শেয়ার করা পোস্টার থেকেই স্পষ্ট মৃণাল সেনের বায়োপিকের নাম 'পদাতিক'। আর এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
বিজ্ঞাপন
২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি। চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে মনামীকে। ছবির অফার পেয়ে আনন্দে আত্মহারা অভিনেত্রী। শুরু করে দিয়েছেন ছবির প্রিপারেশনও। অল্প থেকে বৃদ্ধ বয়স অবধি দেখা যাবে তাকে।
এ সিনেমাটি প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। যিনি 'অপরাজিত' ছবির প্রযোজনা করেছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই দুনিয়া ছেড়ে বিদায় নেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তার মৃত্যু বার্ষিকীতেই মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
এদিকে মৃণাল সেনের তৈরি 'খারিজ' ছবির চরিত্রদের আরও ৪০ বছর এগিয়ে দিয়ে 'পালান' বলে একটি ছবি বানাচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মৃণাল সেনের সঙ্গে তার ব্যক্তিগত কিছু কথোপকথনের উপর ভিত্তি করে একটি ফিচার ফিল্ম বানাচ্ছেন অঞ্জন দত্ত।
এসকেডি