‘হানিমুনে’ হানসিকা
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার ও প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। রাজকীয়ভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
এবার হানিমুনে গেলেন এই দম্পতি। এ জন্য তারা বেছে নিয়েছেন অস্ট্রিয়াকে। বর্তমানে অস্ট্রিয়ার ভিয়েনায় হানিমুন উপভোগ করছেন তারা। দারুণ সময় কাটাচ্ছেন দুজনে। সেই সঙ্গে বড়দিনের আনন্দও উপভোগ করছেন। সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবার সঙ্গে।
বিজ্ঞাপন
অভিনেত্রী ইনস্টাগ্রামে হানিমুনের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে স্বামী সোহেল তাকে ধরে রেখেছেন এবং হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। হানসিকা একটি কালো এবং সাদা ডোরাকাটা সোয়েটার পরেছিলেন। সোহেল পরেছিলেন একটি কালো হুডি জ্যাকেট।
অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিয়েনার আলোকিত রাস্তার ছবি এবং ক্রিসমাস ট্রি’ও শেয়ার করেছেন। স্বামী-স্ত্রী হিসেবে এটিই দম্পতির প্রথম বড়দিন ও নববর্ষ। তাই এই বিশেষ দিনটিকে স্মরনীয় করে রাখতে কোনো কমতি রাখছেন না এই নব দম্পতি।
সূত্র : পিঙ্কভিলা