এমনিতেই ‘পাঠান’ নিয়ে বির্তকের শেষ নেই। দেশ জুড়ে বিক্ষোভ এই ছবিকে কেন্দ্র করে। এবার শাহরুখের এই ছবির আঁচ এসে পড়ল ‘ডাংকি’-র ওপর।

বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি চক্ষুশূল হয়ে উঠেছে ভারতের একাংশের ‘হিন্দুত্ববাদী’ নেতাদের। মধ্যপ্রদেশের রাস্তায় পোড়ানো হয়েছে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের পোস্টার। এ বার ‘ডাংকি’ ছবির শুটিং-এ ব্যাঘাত ঘটল এর জেরে। মধ্যপ্রদেশের জব্বলপুরের ভেরাঘাটে চলছিল রাজকুমার হিরানি এই ছবির শ্যুটিং। সেখানেই আচমকা হাজির হয় একদল বিক্ষোভকারী। ‘শাহরুখ খান মুর্দাবাদ’ বলে স্লোগান তুলতে থাকেন তারা।

হাতে গোমূত্র, গেরুয়া পতাকা। কেউ কেউ পরেছেন হনুমান চালিসা এ ভাবেই ‘ডাংকি’ ছবির সেটে চড়াও হন করণী সেনার সদস্যরা। ১০ মিনিটের মধ্যে বন্ধ করতে হবে ‘ডাংকি’ ছবির শুটিং। হুমকি দিতে থাকেন করণী সেনার সদস্যরা। পবিত্র নর্মদার ঘাটে এই ছবির শুটিং অবিলম্বে বন্ধ করতে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এমনকি, শুটিং স্থলে গোমূত্র ছিটিয়ে শুদ্ধিকরণের কাজ করবেন তারা। লাগাতার বিক্ষোভ হুমকি চললেও শুটিং বন্ধ করেননি ছবির নির্মাতারা। নির্ধারিত সময় পেরিয়ে চলেছে শুটিং। 

এ ঘটনায় বিপুল পুলিশ সদস্য মোতায়ন করা হয় ভেরাঘাটে। এ দিন শুধু জব্বলপুরে নয় লখনউতে বিক্ষোভ দেখায় করণী সেনা।

এসএম