বাংলাদেশের বিজয়ে সামিনার বাঁধভাঙা উল্লাস
সাত বছর পর আবারও ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ বলে ৫ রানের রুদ্ধশ্বাস জয় পায় টাইগারবাহিনী। এরপর থেকে সামাজিক মাধ্যমে বাংলাদেশ দলের প্রশংসায় মুখরিত নেটিজেনরা।
বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক দেশের নন্দিত সংগীতশিল্পী সামিনা চৌধুরীও দেশের এমন বিজয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন। এদিন টাইগারদের ভারত বধের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে ৩৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন গায়িকা।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায় বাংলাদেশের জয়ের পর দারুণ উচ্ছ্বসিত সামিনা। জয়ের পর প্রথমে শোকর করে মোনাজাত ধরছেন। এরপর একবার হাততালি দিচ্ছেন, আবার দুই হাত শক্ত করে ‘শান্তি’ বলে চিকিৎকার করছেন। লাফ দিচ্ছেন, নেচে উঠছেন। শক্তিশালী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই বিজয় সামিনা কতটা প্রাণভরে উপভোগ করেছেন তার অঙ্গভঙ্গিতেই স্পষ্ট।
এ সময় সামিনা চৌধুরী মোনাজাত ধরে বলেন, ‘শোকর আলহামদুলিল্লাহ।’ এরপর বিস্ময় প্রকাশ করে যোগ করেন, ‘আল্লাহ! আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ভেবেছিলাম বোধহয় ৬-ই বুঝি হয়ে গেল নাকি। আহ শান্তি!’
সামিনা আরও জানান, এই ম্যাচটির দিকে বেশ নজর ছিল তার। তবে শেষ ওভারে বেশ টেনশনে ছিলেন। ওভারটিতে ভারতের ২০ রানের প্রয়োজন থাকলেও রোহিত শর্মার নেওয়া দুটি চার এবং একটি ছয় বাংলাদেশকে মারাত্মক চাপে ফেলে দেয়। তবে শেষ বলে ৬ রানের দরকার হলে মোস্তাফিজের বুদ্ধিদীপ্ত বলে আর পেতে ওঠেননি রোহিত শর্মা। দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।’
উল্লেখ্য, এই ম্যাচে এক পর্যায়ে ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে খেলায় ফেরান অভিজ্ঞতা মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। শেষ ওভারে ১৫ রান নিয়ে ১০০ রান করে অপরাজিত ছিলেন মিরাজ। মিরাজের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে হেসেছে বাংলাদেশও।
আরআইজে