বিশ্বকাপ ফুটবলের বর্ণাঢ্য আসর চলছে মরুর দেশ কাতারে। তবে সেটা নানাভাবে, নানা রঙে আঁচড় ফেলছে লাল-সবুজের বুকে। প্রিয় দলগুলোর খেলা নিয়ে এখন উন্মাদনায় ভাসছে দেশের ফুটবলপ্রেমীরা। বিশ্ব গণমাধ্যমেও উঠে আসছে বাংলাদেশিদের ফুটবলপ্রেমের কথা, আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতি মুগ্ধতা।

এরমধ্যেই কাতার প্রবাসী এক তরুণ অন্যরকম ভালোবাসার জানান দিলেন। আশরাফুল নামের ওই তরুণ ব্রাজিলের একটি ম্যাচ টিকেটে কিনে স্টেডিয়ামের আশপাশে ঘুরছেন তার প্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে দেওয়ার জন্য। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্র অনবদ্য অভিনয় করে ওই প্রবাসীর মন জয় করেছেন।  

কাবিলার জন্য ব্রাজিল ম্যাচের টিকিট নিয়ে আশরাফুলের অপেক্ষার গল্পটি উঠে এসেছে চ্যানেল টোয়েন্টিফোরের একটি এক সাক্ষাৎকারে।

যেখানে তিনি বলেন, ‘আমি একজন ব্রাজিল ভক্ত। ব্রাজিলের অনেক বড় ফ্যান। ব্রাজিলের খেলা দেখতে গ্রুপ পর্বের সবগুলো টিকিটই নিয়েছি। আমার একটা স্বপ্ন ছিল, ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলাকে একটা টিকিট দেয়ার। ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের টিকিট দেয়ার খুব ইচ্ছে।’

‘ব্যাচেলরস ফুটবল’ নাটকে ব্রাজিলের হয়েই মাঠে নেমেছিলেন পলাশ

সোমবার (২৮ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪ এ ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচের সময় দেওয়া ওই ইন্টারভিউতে আশরাফুল আরও যোগ করেন, ‘কাবিলা যদি আসতো তাহলে আমি আমার টিকিটটা তাকে দিয়ে দিতাম। ভালোবাসার মানুষকে বিনামূল্যে কিছু জিনিস দিতে হয়। শখের কারণে মানুষ অনেক কিছুই করে। কাবিলা ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই আমি তার জন্য টিকিট নিয়ে ঘুরছি।’

ভক্তের এমন নিঃস্বার্থ ভালোবাসার গল্পটি কাবিলা তথা পলাশেরও নজরেও এসেছে। এই ঘটনায় অভিভূত তিনি। বললেন, ‘এই আবেগের বহিঃপ্রকাশ কীভাবে করতে হয় জানা নেই আমার। শুধু বলব আপনাদের ভালোবাসা সাথে নিয়ে কাজ করে যেতে চাই।’

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা ভক্ত আশরাফুলের উদ্দেশে বলেন, ‘এই ভালোবাসাগুলো সাথে আছে বলেই তো জীবন এখনো সুন্দর। আপনার টিকেট আমি পেয়ে গেছি ভাই। আমার প্রতি আপনার এই আবেগটাই আমার সবচেয়ে বড় উপহার। ভালো থাকবেন।’

ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে জিয়াউল হক পলাশ আরও যোগ করেন, ‘আশারাফুল ভাইয়ের এই ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি। তিনি সামাজিক মাধ্যম থেকে জানতে পেরেছেন আমি ব্রাজিলের সমর্থক। আর টিকিটিও দিতে চান সেই দলের। আমাকে ঘিরে তার এই ইচ্ছাটিই আমার জন্য অনেক বড় অনুপ্রেরণার। এক জীবনে এমন ভালোবাসাগুলোই মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।’

আরআইজে