ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বর অসুস্থ হয়ে পড়ার ১৪তম দিনেও (গতকাল সোমবার পর্যন্ত) জ্ঞান ফেরেনি এই অভিনেত্রীর। এদিকে ঐন্দ্রিলার সঙ্গে হাসপাতালেই নির্ঘুম রাত কাটাচ্ছেন তার বন্ধু সব্যসাচী।

সোমবার (১৪ নভেম্বর) ফের বান্ধবীর জন্য ফেসবুকে সব্যসাচী লিখেছেন, ‘কোনো দিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকলের জন্য প্রার্থনা করুন। সুপার ন্যাচারালের জন্য প্রার্থনা করুন। খারাপ পরিস্থিতিতেও অমানুষিক লড়াই করছে ঐন্দ্রিলা।’

বিগত কয়েক দিন এই লড়াইয়ে পাশে ছিলেন ঐন্দ্রিলার বাবা-মাও। এ প্রসঙ্গে সব্যসাচী আরও লিখেন, ‘ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয় ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। সৌরভ আর দিব্য প্রতিদিন রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সঙ্গে। গলা চিনতে পারে, ওর হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, ঝরঝর করে ঘাম বের হয়,  আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমিউলি।’

এই অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নেটিজেনরা থেকে শুরু করে তার সহকর্মী ও পরিবার।

এদিকে ঐন্দ্রিলার স্বাস্থ্যের হালনাগাদ জানিয়েছে চিকিৎসকরা। তারা বলেছেন, এখনও ঘোরের মধ্যে রয়েছে ঐন্দ্রিলা শর্মা। তেমন সাড়া শব্দ নেই। তার শরীরে অল্প জ্বর আছে। শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাকে এখন নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তাতে অবস্থা ফেরে কিনা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এমএ