গত ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ’। এ টুর্নামেন্টকে আরও জমজমাট করতে শোবিজ তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এরইমধ্যে সেখানে গিয়ে হকি খেলা দেখেছেন, মজার ছলে নিজেরা খেলেছেন এবং দর্শকদের সঙ্গে মেতেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি, অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ’সহ অনেকে।

এবার এই হকি লিগে অংশ নিতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্টে’-এর নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

আগামী বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়াম মাতাবেন কাবিলা, হাবু, পাশা, শিমুল, শুভ, নাবিলারা। ‘ব্যাচেলর পয়েন্টে’ নির্মাতা কাজল আরেফিন অমি রবিবার (৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

অমি লিখেছেন, “আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম আসছি মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে, ১০ নভেম্বর বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা সাতটায়। একসঙ্গে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখব, খেলার মাঝে আড্ডা হবে এমনকি থাকছে অনেক ফান গেমের সুযোগও। একসঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম ও হকি খেলা দেখতে আপনারাও চলে আসুন, ১০ নভেম্বর ঠিক সন্ধ্যা সাতটায়, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।”

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। বর্তমানে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটির চতুর্থ সিজন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

আরআইজে