শুক্রবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার শ্রীমঙ্গলের অভিজাত গ্র্যান্ড সুলতান হোটেল ও রিসোর্টের পাশে উন্মুক্ত মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।

এদিন সন্ধ্যায় প্রীতম ও শেহতাজ দুজনই তাদের ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়, লেহেঙ্গার সঙ্গে কেডস পরেছেন শেহতাজ। লেহেঙ্গা সরিয়ে এ ব্যাপারটিই ক্যামেরার সামনে দেখাচ্ছেন শেহতাজ-বর প্রীতম।

ছবিটি ঘিরে মন্তব্যের ঘরে পড়েছে নানান অভিমত। নেটিজেনদের কারো কারো কাছে ব্যাপারটি ভালো না লাগলেও অনেকের কাছেই শেহতাজের এই ব্যতিক্রমী সাজ ভালো লেগেছে। অধিকাংশই বিষয়টিকে বেশ মজার সঙ্গেই গ্রহণ করেছেন। কেউ আবার সিরিয়াসভাবেই কেডসের পক্ষে বলছেন।

একজন বলছেন, ‘লেহেঙ্গার সঙ্গে কেডস, দারুণ। অড অড রিঅ্যাকশন কেন ভাই। এই ছবিটা আমার বেশি ভালো লেগেছে। তার কারণও এই স্নিকার্স শু এর বিষয়টি।’ আরেকজন লিখেছেন, ‘হিল জুতার চেয়ে কেডস অনেক আরামদায়ক।’

মাহমুদা নামের একজন মন্তব্য করেছেন, ‘মানুষ স্নিকার দেখে অজ্ঞান হচ্ছে কেন? এটা প্রথম দেখল নাকি! কম্ফোর্টেবল তো। আমি তো শাড়ির সাথে হিল পরি না। স্নিকার্সই বেছে নিই। লেহেঙ্গা, শাড়িতে শু পরা যাবে না এই জিনিস কোথাও দেওয়া নেই। ফ্যাশন সেন্সের সাথে না-ই মিলতে পারে।’

মালা বদল করছেন শেহতাজ-প্রীতম

তনুশ্রী নামের এক এক ভক্ত লিখেছেন, ‘ব্যতিক্রম স্টাইল। কিছু মেয়ে রয়েছে যারা সব পোশাকের সঙ্গেই কেডস পরতে ভালোবাসে। আমার দারুণ লাগে।’ আরেকজন লিখেছেন, ‘জানতাম, শেহতাজ আছে মানেই পাগলামি কিছু থাকবেই। ভালো লেগেছে।’

শেহতাজের সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করে ছবি পোস্ট করে ক্যাপশনে প্রীতম লিখেছেন, ‘এখন থেকে আনুষ্ঠানিকভাবে শেহতাজের সঙ্গে।’

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই প্রণয় পরিণয়ে রূপ নিল।

কেএইচটি/আরআইজে