জাস্টিন বিবারকে ‘চুরি’ করে বিয়ে করেছেন স্ত্রী হেইলি বিবার! অভিযোগ দীর্ঘদিনের। ইন্টারনেটে একসময় এ নিয়ে ব্যাপক শোরগোল করে সেলেনা-জাস্টিন ভক্তরা।

নজর এড়ায়নি হেইলির। একজনের সাবেক প্রেমিককে কেন তড়িঘড়ি বিয়ে করলেন? তবে কি সেলেনার সঙ্গে সম্পর্কে থাকাকালীন দুজন কাছাকাছি এসেছিলেন? এমন প্রশ্নের উত্তরে হেইলির জবাব, “এটা খুবই উদ্ভট! এ বিষয়টা নিয়ে আমি কখনোই কথা বলিনি। অনেকের ধারণা ‘ওহ, তুমি তাকে (জাস্টিন) চুরি করেছো’।”

তিনি বলেন, ‘মানুষ এখন সত্যটা জানছে। কারণ, এখানে একটা সত্য আছে।’

স্বামী ‘চুরি’র ঘটনা হেইলির জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল। গত এপ্রিলে তিনি ঘোষণা দেন, ‘সময় অনেক চলে গিয়েছে’। তখন ইন্টারনেটে অনেকেই সেলেনা-জাস্টিন সম্পর্ক ভাঙার পেছনে দায়ী করেন এই মডেলকে।

২০১৮ সালে তারকা জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এর কয়েক মাস যেতে না যেতেই জাস্টিন ‘প্রপোজ’ করেন হেইলিকে। তখনই অনেকের মনে সন্দেহ দানা বাঁধে। বিশ্বাস করতে শুরু করেন যে, সেলেনাকে হটিয়েছেন হেইলিই।

উল্লেখ্য, এ ঘটনার সঙ্গে সম্পর্কিত তিনজনই বিষয়টা নিয়ে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন। পাছে না আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে!