বেজবাবা সুমন

কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর গায়ক, বেজবাবা খ্যাত সুমন। শুরুতে ক্যান্সারে আক্রান্ত হলেও মরণব্যাধি এই রোগ থেকে সেরে উঠেছেন তিনি। তবে এখনো চলছে ক্যান্সারের ফলোআপ চিকিৎসা। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তা থেকেও মুক্ত হয়েছেন তিনি।

তবে ২০১৭ সালে ব্যাংককে ক্যান্সারের চিকিৎসা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের যে ক্ষতি হয়েছে তা এখনো সারেনি। বরং এই সমস্যাই তাকে বড় বেশি ভোগাচ্ছে। যার কারণে উঠতে পারছেন না মঞ্চে, গাইতে পারছেন না গান।

বেজবাবা সুমন

এ ক্ষেত্রে সুমনকে দুর্ভাগাও বলতে হবে। কারণ গত বছরের ২৮ মার্চ জার্মানি গিয়ে স্পাইনাল কর্ডের চিকিৎসা করার কথা ছিল তার। কিন্তু করোনা মহামারির কারণে জার্মানি সরকার তখন থেকে ভিন দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে সুমনও আটকে যান।

বেজবাবা সুমনের সহকারী রাজু আহমেদ সোমবার (১ মার্চ) দুপুরে ‘ঢাকা পোস্ট’কে বলেন, ‘এই মুহূর্তে সুমন ভাইয়ের ভাগ্য ঝুলে আছে জার্মানি সরকারের সিদ্ধান্তের ওপর। জার্মানি সরকার যখন অনুমতি দেবে, সব কিছু খুলবে তখনই সুমন ভাই সব প্রসেস করে জার্মানি যাবেন। তার স্পাইনাল কর্ডের সঠিক চিকিৎসা একমাত্র জার্মানতেই সম্ভব। আমরা সবাই এখন জার্মানি সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।’

বেজবাবা সুমন

রাজু আরও জানান, সুমনের সম্পাইনাল কর্ডের ব্যথা আগে কিছুদিন পরপর বাড়ত, এখন ব্যথাটা নিয়মিত হচ্ছে। জার্মানি গিয়ে চিকিৎসা নিতে পারলে তিনি ৮০ থেকে ৯০ ভাগ সুস্থ হয়ে যাবেন বলে তাদের বিশ্বাস। তখন তিনি গানও গাইতে পারবেন। এছাড়া তার আগের কিছু সমস্যা থাকলেও সেগুলো তেমন গুরুতর নয়।

বর্তমানে সুমন অনলাইনেই জার্মানির কিছু ডাক্তারের সঙ্গে কথা বলে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বাংলাদেশে কিছু বন্ধু চিকিৎসকও নিয়মিত তার খোঁজখবর রাখছেন। সুমন ভক্তদের এখন একটাই প্রত্যাশা তাদের প্রিয় ‘বেজবাবা’ দ্রুত সুস্থ হয়ে উঠুক, এরপর আগের মতো মঞ্চে দাঁপিয়ে বেড়াক কণ্ঠ এবং গিটারে।  

আরআইজে