যে উপহার পেয়ে ‘স্তব্ধ’ বাপ্পা মজুমদার
দেশের গুণী গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। দেশ জুড়ে ছড়িয়ে আছে তার অগণিত ভক্ত-শুভাকাঙক্ষী। গানের পাশাপাশি বাপ্পা ব্যক্তিত্বেও মুগ্ধ হন সবাই। সেই বাপ্পা ছোটবেলা থেকেই একজনের ভক্ত। যাকে দেখে গিটার বাজানো শিখেছেন। যার কাছ থেকে অদৃশ্যে নিয়েছেন গিটারের তালিম। তিনি হলেন বিশ্ববিখ্যাত গিটারিস্ট, গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এরিক ক্ল্যাপটন।
সেই এরিক ক্ল্যাপটনের সিগনেচার করা গিটার উপহার পেলেন বাপ্পা মজুমদার। গতকাল (৩১ আগস্ট) বাপ্পার হাতে গিটারটি এসে পৌঁছেছে। এ নিয়ে তার মনে আনন্দের শেষ নেই। এটাকে জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি বলে মনে করছেন এই তারকা।
বিজ্ঞাপন
গিটারটি হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা তার ফেসবুকে লেখেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। শাহান, ইমরান আসিফ আর চৈতীর প্ল্যানে আমার গুরু এরিক ক্ল্যাপ্টনের সাইন আমার ফেনডার স্ট্র্যাটে। আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’
পুরো বিষয়টি ঢাকা পোস্টের কাছে তুলে ধরেন বাপ্পার ব্যান্ড ‘দলছুট’-এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ।
তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই এরিক ক্ল্যাপটনের নাম শুনতেই পাগল বাপ্পা ভাই। তিনি এরিক ক্ল্যাপটনকে ভাবগুরু মানেন। বাপ্পা ভাইয়ের সংগীত জীবনে এরিক ক্ল্যাপটন নানাভাবে জড়িয়ে আছে। তাকে সারপ্রাইজ দিতেই আমরা কয়েকজন মিলে কাজটি করেছি। গিটারটি হাতে পেয়ে বাপ্পা ভাই কতটা খুশি হয়েছেন বলে বোঝাতে পারবো না।’
শাহান আরও জানান, বাংলাদেশে তাদের পরিচিত একজনের নাম ইমরান আসিফ। তার এক কাজিন থাকেন আমেরিকায়। সেই কাজিনের এক কাজিন থাকেন লস অ্যাঞ্জেলস। যিনি সেখানে একটি এজেন্সিতে কাজ করেন। তিনিই এই গিটারে এরিক ক্ল্যাপটনের সিগনেচারটি নিয়েছেন গত ২২ আগস্ট। দ্রুত সেটি দেশেও চলে আসে। হাতে পাওয়ার পরই পুরো বিষয়টি জেনেছেন বাপ্পা মজুমদার। এমন সারপ্রাইজড তিনি জীবনে আর কখনো হননি!
সবশেষ বাপ্পা মজুমদার যোগ করেন, ‘এক মাস আগে শাহান কী যেন একটা কাজ আছে বলে গিটারটা আমার কাছ থেকে নিয়ে যায়। এটা যে সেই কাজ অবশেষ বুঝলাম। তাদের সবার প্রতি আমার ধন্যবাদ ও ভালোবাসা।’
এদিকে এরিক ক্ল্যাপটনের সিগনেচার করা গিটার হাতে পেয়ে বাপ্পার খুশিতে উচ্ছ্বসিত তার বন্ধু, ভক্ত-শুভাকাঙক্ষীরাও। অনেকেই ফেসবুকে কমেন্ট বক্সে বাপ্পাকে অভিনন্দন জানাচ্ছেন। করেছন ভালোবাসাময় সব মন্তব্য।
আরআইজে