জয়া ও মিথিলা কে কোথায় ঈদ করছেন?
মুললমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। দেশের মানুষ পশু কোরবানির পাশাপাশি আনন্দ-উল্লাসেও মেতে আছেন। শোবিজ জগতের তারকারা তাদের নিজ নিজ অবস্থান থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।
জয়া আহসান ও রাফিয়াত রশিদ মিথিলা দু’জনই বাংলাদেশের তারকা। তবে দেশের গণ্ডি ছাড়িয়ে তারা ভারতের পশ্চিমবঙ্গেও সমান পরিচিত। বছরের অনেকটা সময় কলকাতায় থাকেন তারা। এই ঈদের সময়ে কে কোথায় আছেন?
বিজ্ঞাপন
জানা গেছে, জয়া আহসান রয়েছেন দেশে। পরিবার নিয়ে ঢাকা শহরেই ঈদ উদযাপন করছেন। একটি ভিডিওবার্তায় দুই বাংলাজয়ী এই অভিনেত্রী বলেন, ‘ত্যাগের মহিমায় ঈদের আনন্দ হোক আরও পরিপূর্ণ। আমার পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’
অন্যদিকে মিথিলা রয়েছেন পশ্চিমবঙ্গে। স্বামী সৃজিত মুখার্জির দেশেই ঈদ করছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেই সে তথ্য জানিয়েছেন।
বিখ্যাত আশ্রম ও শিক্ষাকেন্দ্র শান্তিনিকেতনে তোলা কয়েকটি ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা। কোনো ছবিতে তিনি একা ক্যামেরাবন্দি হয়েছে, কোনোটিতে সঙ্গী হয়েছেন তার কন্যা আইরা। এছাড়া তার বাবা-মা এবং মামাতো ভাই শায়ান চৌধুরী অর্ণবও আছেন এই সফরে।
প্রসঙ্গত, জয়া আহসানকে সর্বশেষ ‘ঝরা পালক’ নামের একটি সিনেমায়। এটি নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প অবলম্বনে। কলকাতার সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন ব্রাত্য বসুর বিপরীতে।
অন্যদিকে মিথিলাকে দেখা গেছে ‘মন্টু পাইলট ২’ ওয়েব সিরিজ ও ‘অমানুষ’ সিনেমায়। এছাড়া বর্তমানে তার হাতে দেশ ও কলকাতার বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।
কেআই