প্রাণীর মল থেকে তৈরি ‘লুয়াক কফি’ খেলেন যশ-নুসরাত
লুয়াক কফি। পৃথিবীর সবচেয়ে দামি কফি হিসেবে পরিচিত এটি। অথচ তৈরি হয় একটি প্রাণীর মল থেকে! লুয়াক ফলের বীজ খাওয়ানো হয় পাম সিভেট বা গন্ধগোকুল (এক প্রকার বনবিড়াল) প্রাণীকে। এরপর সেটা মলের সঙ্গে বেরিয়ে আসে। তারপর প্রক্রিয়াজাতের মাধ্যমে ওই বীজ থেকে তৈরি করা হয় কফি।
ইন্দোনেশিয়ার জঙ্গলে ঘুরতে গিয়ে এই বিশেষ কফিতেই সকাল শুরু করেছেন টলিউড তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। মজার ব্যাপার হলো, তারা নিজেরাই সেই কফি বানিয়ে খেয়েছেন।
বিজ্ঞাপন
একটি ভিডিওর মাধ্যমে ঘটনাটি শেয়ার করেছেন নুসরাত। ভিডিওতে দেখা যায়, নুসরাতকে ইশারায় ডাক দেন যশ। নুসরাত আসেন এবং হাতে ধরেন লুয়াক গাছের ডাল। ওদিকে যশ চলে যান গন্ধগোকুলের খাচার সামনে। এরপর হামানদিস্তায় কফি গুঁড়া করেন এবং গরম জলে মিশিয়ে দু’জনেই চুমুক দিয়ে পান করেন।
মজাদার সেই অভিজ্ঞতা নিয়ে নুসরাত লিখেছেন, ‘ফিরে দেখা মধুর সফর, সঙ্গে যদি জুড়ে যায় এমন কফি।’
এদিকে নুসরাত ও যশ জুটি বেঁধে সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। যেটি বাংলাদেশের টিএম রেকর্ডসের প্রযোজনায় নির্মিত হয়েছে। গানটি গেয়েছেন বলিউডের পাপন ও বাংলাদেশের লুইপা। লেখা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। ঈদ উপলক্ষে বড় আয়োজনের মিউজিক ভিডিওসহ এটি প্রকাশ হতে যাচ্ছে।
কেআই