চ্যাম্পিয়ন ক্রেস্ট হাতে রুবিনা দিলাইক

ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ১৪ তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন অভিনেত্রী রুবিনা দিলাইক। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে এই রিয়ালিটি শোর গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠিত হয়। ৩ ঘণ্টার জমকালো অনুষ্ঠান শেষে বিজয়ী হিসেবে রুবিনা দিলাইকের নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড তারকা সালমান খান।

ফাইনালের একটি দৃশ্যে সালমান খানের সঙ্গে রুবিনা 

আসরের অন্যতম প্রতিযোগিত গায়ক রাহুল বৈদ্যকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করলেন রুবিনা। তবে ফাইনালের লড়াইয়ে এগিয়ে ছিলেন মোট পাঁচ প্রতিযোগী। রুবিনা-রাহুল ছাড়া ফাইনালের বাকি তিন প্রতিযোগিরা হলেন-আলী গণি, রাখি সাওয়ান্ত ও নিক্কি তামবলি।

রুবিনা দিলাইক 

কিন্তু প্রতিযোগিতা থেকে আগেই সরে যান ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল রাখি সাওয়ান্ত। ১৪ লাখ রুপিও নিয়ে যান তিনি। ‘বিগ বস’-এর এবারের আসরটি সবচেয়ে বেশি সময় ধরে চলেছে। এর মূল কারণ করোনা পরিস্থিতি। করোনার কারণে এক সময় শো’টির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতাও তৈরি হয়। পরে ভারতে লকডাউন উঠে গেলে আবার শুরু হয়। নানান ধাপ পেরিয়ে অবেশেষ বিজয়ীর মুকুট পরেছেন রুবিনা।

আরআইজে