ঈদে আসছে তাদের ‘মন খারাপের দিন’
সাব্বির নাসিরের গাওয়া ‘বিনোদিনী রাই’, ‘আমারে দিয়া দিলাম’, ‘দমে দম’, ‘পোকা’, ‘আবোল তাবোল’ গানগুলো শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন।
কোরবানির ঈদ উপলক্ষে আসছে এই গায়কের নতুন গান ‘মন খারাপের দিন’। তরুণ মুন্সীর সুরে গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। স্যাড রোমান্টিক ঘরানার গানটির ভিডিওচিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই । ভিডিওটি পরিচালনা করেছেন আফফান আজিজ প্রীতুল।
বিজ্ঞাপন
সাব্বির নাসির জানান, গানটি সাতমাত্রার এবং কথা ও সুরে মন খারাপের গভীরতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। চলতি সপ্তাহে গানটি প্রকাশ পাবে।
আরআইজে