সাজ্জাদ-বাশারকে নিয়ে ‘বিভ্রান্তি’তে মেহজাবীন

নির্মাতা আশিকুর রহমান ‘বিভ্রান্তি’ নামের একটি নাটকের শুটিং করেছেন। ঈদের জন্য নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ইরফান সাজ্জাদও খায়রুল বাশার। সম্প্রতি ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।

নির্মাতা জানান, এই নাটকের গল্পটি আবর্তিত হয়েছে মূলত নীলাকে ঘিরে। ভবঘুরে লেখক রোমেলের সঙ্গে মাত্রই ছাড়াছাড়ি হয়েছে তার। কিন্তু প্রেমিক চায় সব কিছু আবার ঠিক করে নিতে। অন্যদিকে বাসা থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চলছে সাফকাতের সঙ্গে। বাবা-মা চায় সাফকাতকেই বিয়ে করুক নীলা। এ অবস্থায় গভীর চিন্তায় পড়ে যায় সে। একদিন অফিস থেকে বেরিয়ে রিকশায় করে যেতে যেতে দুজনকে নিয়ে কল্পনা করতে থাকে নীলা। ভাবতে থাকে কাকে বিয়ে করলে তার জন্য ভালো হবে। শেষ পর্যন্ত সে একটা সিদ্ধান্ত নেয়। আর সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে নাটকটি প্রচার পর্যন্ত।

এই নাটকে নীলার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। অন্যদিকে রোমেল চরিত্রে আছেন খায়রুল বাশার আর সাফকাত চরিত্রে ইরফান সাজ্জাদ।

নাটকটির গল্প এবং সংলাপ লিখেছেন মনিরুল ইসলাম রুবেল। পরিচালক আশিকুর রহমান জানিয়েছেন, আসছে কোরবানির ঈদে আরটিভিতে দেখানো হবে এটি।

আরআইজে