অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার গ্রেপ্তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে ৯ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত। আগামী ২৬ মে পর্যন্ত সাগ্নিককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার (১৮ মে) তাকে আলিপুর আদালতে তোলার পর শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর ঘটনার পরের দিন তার প্রেমিক সাগ্নিককে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওইদিন রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকালেও চলে জেরা। তার তারপর সন্ধ্যায় গ্রেপ্তার দেখানো হয়।  

পল্লবীর বাবা অভিযোগ করেন, ঐন্দ্রিলা নামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল সাগ্নিকের। সে কারণেই পল্লবীকে খুন করেছে সাগ্নিক। পল্লবীর টাকাও হাতিয়েছে। তার টাকাতেই কিনেছেন অডি গাড়ি, যাতে চড়ে বেড়াতেন সাগ্নিক। এই অভিযোগের ভিত্তিতে খুন ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়। 

রোববার নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত মরদেহ। তারপর থেকেই অভিনেত্রীর জীবন ঘিরে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথম থেকেই সন্দেহের তির ওঠে পল্লবীর প্রেমিক সাগ্নিকের দিকে। 

সূত্র : জি২৪ ঘণ্টা

জেডএস