উপস্থাপনায় ফিরলেন অপি করিম
অপি করিম মানেই বিশেষ কিছু। দর্শকদের কাছে তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে। বিশেষ কোনো কারণ ছাড়া এখন আর গণমাধ্যমের খবরে থাকেন না তিনি। এবার উপস্থাপনা দিয়ে খবরের শিরোনামে এলেন এই নন্দিত অভিনেত্রী।
চ্যানেল আইতে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো ‘বার্জার হোম হ্যাপি’। দেশের প্রথম হোম রেনোভেশন রিয়েলিটি শো এটি। তার সঙ্গে রয়েছেন স্থপতি আসিফ এম আহসানুল হক। চ্যানেল আইতে প্রতি শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হচ্ছে।
বিজ্ঞাপন
বার্জার বাড়িগুলো নির্বাচিত করে সেগুলো নতুনভাবে সাজানো পদক্ষেপ নেওয়া হয়েছে। হোম ম্যানেজমেন্ট বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা কথা বলবেন। যেখানে রয়েছে আসবাপত্রের ব্যবস্থাপনা, বাড়ির জায়গার সঠিক ব্যবহার, দেয়ালের রঙ, আলো বাতাস চলাচল ব্যবস্থাপনা। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হবে এখানে। শেষদিকে বাড়ির মালিকদের বাড়ি সংস্কারের পরিকল্পনায় সাহায্য করা হবে।
চারটি পর্ব নিয়ে সাজানো হয়েছে এই রিয়েলিটি শো। প্রতি পর্বে হোম ডেকর নিয়ে সমাধান দেওয়া হবে। আর প্রতিটি পর্বে নতুন বাড়ি নিয়ে এই আয়োজন করা হবে।
এই শো দিয়ে অনেকদিন পর উপস্থাপনায় ফিরলেন অপি করিম। এর আগে তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘আমার আমি’, ‘অপি’স গ্লোয়িং চেয়ার’, ‘জীবন যাত্রা’, ‘সোনালী প্রান্তরে’।
টেলিভিশন ও মঞ্চ নাটক দিয়ে অপির অভিনয় জীবন শুরু। ক্যারিয়ারের শুরুতে নিয়মিত নাটকে দেখা গেছে তাকে। পাশাপাশি করেছেন মডেলিং। তবে ২০১৩ সালের পর শোবিজে অনিয়মিত হোন। মনযোগী হোন নিজের স্থপতি পেশা ও শিক্ষকতা নিয়ে। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাবে শিক্ষকতা করছেন।
অপি করিমের উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘সকাল-সন্ধ্যা’, ‘শুকতারা’, ‘আপনজন’, ‘সবুজগ্রাম’, ‘তিতির সুখ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘উত্তম-সুচিত্রা’ ‘হাউজফুল’ ইত্যাদি।
নাটক ও মঞ্চের পাশাপাশি বড়পর্দাতেও দেখা গেছে অপি করিমকে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই চলচ্চিত্রের জন্য ২০০৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এমআরএম