ইশতিয়াকের সাদা প্রাইভেটে চড়লেন তারিক আনাম-পলাশ
বজলুর রহমান অফিসে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হয়েছেন। নিয়ম অনুযায়ী অফিস থেকে এখন তিনি পাবেন একটি ব্যক্তিগত গাড়ি। কিন্তু গাড়ি পেতে দেরি হতে থাকায় তর সইছে না বজলুল সাহেবের। তাই তিনি গাড়ির পাওয়ার আগেই নিয়োগ দিয়ে দিলেন সেলিম নামের গাড়িচালককে।
প্রতিদিন ড্রাইভার নিয়ে অফিসে যাচ্ছেন আর বাড়ি ফিরছেন। কিন্তু গাড়ির দেখা এখনো তিনি পাননি। অদৌ গাড়ি পাবেন কি না, এই সংশয়ের মধ্যে দিয়ে এগুতে থাকে গল্প। ঘটতে থাকে নানা ঘটনা।
বিজ্ঞাপন
কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদের উপন্যাস 'সাদা প্রাইভেট' অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার বেশ কিছু লোকেশনে।
যেখানে বজলুর রহমানের চরিত্রে থাকছেন তারিক আনাম খান। ড্রাইভার সেলিমের চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ। নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক আশিকুর রহমান।
এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, ফারহানা মিঠু, মৌসুমী হামিদসহ প্রমুখ। এবারের ঈদে টেলিফিল্মটি প্রচারিত হবে বঙ্গ বব-এ।
আরআইজে