দেব ও রুক্মিণী মৈত্রের নতুন ছবি ‘কিশমিশ’র ম্যাজিকে মাতলেন সৌরভ গাঙ্গুলি। শুধু কি তাই? সুযোগ পেয়ে ‘দাদাগিরি’র মঞ্চে নায়ক-নায়িকার সঙ্গে নাচলেন ‘তুই বলব না তুমি’ গানে। নেচে রীতিমতো ছাড়িয়ে গেছেন ছবির কলাকুশলীদের।

সৌরভের নাচ দেখে হতবাক দেব, রুক্মিণী। সেই ভিডিও শেয়ার করে দেব ও রুক্মিণী লেখেন, ‘কিশমিশে’র গানের চ্যালেঞ্জ নিলেন মহারাজ! দাদাকে ধন্যবাদও জানান তারা।

২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘কিশমিশ’। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান প্রশংসা পেয়েছে সিনেমাপ্রেমীদের কাছে। ইনস্টাগ্রামে ছবিটির ‘তুই বলব না তুমি’ গানে রিল বানাচ্ছেন অনেকেই। ‘দাদাগিরি’র মঞ্চে সেই ট্রেন্ডেই এবার পা মেলালেন সৌরভ গাঙ্গুলি। নতুন ছবির প্রচারে সৌরভের অংশ নেওয়ায় দারুণ খুশি দেব-রুক্মিণীও।

শুধু সৌরভ নয়। এর আগে ‘কিশমিশে’র গানে নেচেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। রোমান্টিক হয়ে প্রসেনজিৎ কখনও রিল বানিয়েছেন রুক্মিণীর সঙ্গে, কখনও আবার ছেলে তৃষাণজিৎ ও দেবের সঙ্গে ‘তুই বলব না তুমি’ গানে নেচে উঠেছেন।

এসএসএইচ