গত মাসের শেষের দিকে ‘হইচই’য়ে মুক্তি পায় সময়ের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’। নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত সিরিজটির জন্য এরইমধ্যে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছেন মেধাবী এই নির্মাতা। শুধু তাই নয়, শোবিজ অঙ্গনের অনেক তারকাও কাজটির জন্য নিপুণের প্রশংসা করেছেন।

কাজটির জন্য এবার বিশেষ একজনের প্রশংসায় মুগ্ধ নিপুণ। তিনি হলেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। নিপুণকে ফোন করে কাজটির প্রশংসা করেছেন তিনি। আর সেটি ফেসবুকে বন্ধু-ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন ‘মহানগর’ খ্যাত নির্মাতা।

নিপুণ বলেন, “কি অসম্ভব অদ্ভুত ভালো লাগা কাজ করে যখন ছোটবেলার নায়ক, প্রিয় শিল্পী, অভিনেতা এবং পরিচালক আফজাল হোসেন ফোন করে কি নিরহংকারভাবে আমার সিরিজ ‘সাবরিনা’ নিয়ে উনার মুগ্ধতা প্রকাশ করেন! আফজাল ভাইয়ের সাথে আমার সামনাসামনি কোনদিন দেখা হয় নাই, কথাও হয় নাই। দূর থেকে মুগ্ধতা ছিল, ভেবেছিলাম দূরদূরান্তেই থেকে যাবে অগোচরে। কিন্তু উনার একটা ফোন কল আর অসম্ভব বিনয়ের সাথে উনার ভালো লাগা প্রকাশে মনে হচ্ছে কেউ আমার ঘরে ১০০০ তারা একসাথে জ্বালিয়ে দিয়েছে!’

‘সাবরিনা’র একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী

এই নির্মাতার ভাষায়, “এত বড় শিল্পী কিন্তু ‘সাবরিনা’র কেন্দ্রীয় চরিত্র থেকে শুরু করে একদম স্বল্পদৈর্ঘ্যের চরিত্র নিয়ে উনার বিশ্লেষণ, দৃশ্য, দৃশ্যের বুনন, ডায়ালগ, আলো ছায়ার খেলা, নীরবতার নৈর্ব্যক্তিকতা, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, কোথায় কোথায় উনার ভালো লেগেছে, কোথায় উনি থমকে গেছেন- এসব নিয়ে উনার খুঁটিনাটি প্রত্যেকটা কথা যে আমাকে কিভাবে আন্দোলিত করে যাচ্ছিল সেটা আমি জানি। বারবার যখন বলছিলেন জীবনের, সমাজের, রাষ্ট্রের পারিপার্শ্বিক কত জটিল বিষয় কি সহজভাবে গল্পে উনাকে স্পর্শ করে গেছে তখন বিশ্বাসই হতে চাইছিল না কথাগুলা আমাকে বলছেন উনি!’

নিপুণ বলেন, “আমি আসলে লিখে বোঝাতে পারব না যাদের কাজ দেখে বড় হয়েছি, মুগ্ধ হয়েছি, ফিল্মমেকিংয়ে আসার অনুপ্রেরণা পেয়েছি কোন না কোনভাবে, সেই তাঁরাই যখন আমার কাজ দেখে মুগ্ধ হন সেটা কিভাবে আলোড়িত করে। সেই তাঁরাই যখন বলেন 'টেলিভিশনের সোনালী সময় পার করে আসার এত বছর পর যখন ‘সাবরিনা’র মত কাজ দেখে ভাবি, আমরা এখনো পারি, সব এখনো শেষ হয়ে যায়নি'- সেটা কিভাবে যে অনুপ্রাণিত করে!”

নাজিয়া হক অর্ষা মুগ্ধ করেন দর্শকদের

আফজাল হোসেনের এই ফোন কলে অনুপ্রাণিত হয়েছেন জানিয়ে নিপুণ জানান, ‘আফজাল ভাই, আমি অসম্ভব অনুপ্রাণিত। ভালোবাসা তো ছিলই সেই ছোটবেলা থেকে, আপনার সমস্ত কথার পরে (যার সিকিভাগও আমি গুছায়ে লিখতে পারি নাই কারণ আমি এখনো ভাসছি) আমার কাজের প্রতি ভালবাসা আর দায়িত্ববোধ বেড়ে গেল অনেকগুণ।’

উল্লেখ্য, ওয়েব সিরিজ ‘সাবরিনা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা। এছাড়াও এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী, সৈয়দ জামান শাওন প্রমুখ।

আরআইজে