গ্র্যাজুয়েট হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিমুল
সময়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শিমুল শর্মা এখন গ্র্যাজুয়েট। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ বিএসসি সম্পন্ন করেছেন তিনি।
এই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে শিমুল অফিসিয়ালি গ্রাজুয়েশন সম্পন্ন করেন গত বছর। তবে বুধবার মিরপুর ১৪ নাম্বারের পুলিশ কনভেশন হলে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়। সেখানেই সনদ বুঝে পান এই অভিনেতা।
বিজ্ঞাপন
শিমুল জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই কাজল আরেফিন অমির সহকারী হিসেবে ‘বুম ফিল্মস’-এ কাজ শুরু করেন তিনি। তখন বেশীরভাগ শুটিং হতো উত্তরায়। এমনও হয়েছে শুটিং থেকে সরাসরি পান্থপথ ক্যাম্পাসে এসে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।
শিমুল বলেন, ‘পরীক্ষা এবং শুটিং দুটো একসঙ্গে থাকলে ম্যানেজ করতে হিমশিম খেতাম। পাঠাও দিয়ে শুটিং থেকে সরাসরি এসে পরীক্ষা দিতে গিয়ে এমনও হতো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে যেতাম। সিএসই সাবজেক্টটাও অনেক কঠিন। কাজের পাশাপাশি অনেক চাপ নিয়ে পড়ালেখা শেষ করেছি। শেষ পর্যন্ত গ্রাজুয়েশন সম্পন্ন করে সনদ হাতে পাওয়ায় খুব ভালো লাগছে।’
ঢাকা পোস্টকে শিমুল জানান, পরিচালক হওয়ার স্বপ্ন নিয়েই ২০১৭ সালে কাজল আরেফিন অমির সহাকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। অমির সহকারী হিসেবে শিমুলের প্রথম কাজ ‘নেটওয়ার্ক বিজি’। তারপর থেকে এখন পর্যন্ত অমি যতগুলো নাটক পরিচালনা করেছেন তার প্রায় ৯০ ভাগেরই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শিমুল। এই তালিকায় রয়েছে ‘ট্যাটু’, ‘ডিয়ার বাংলাদেশ’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’সহ অসংখ্য নাটক।
সহকারী পরিচালক থেকে অভিনেতা হওয়ার গল্পও শোনান ফেনীতে জন্ম নেওয়া শিমুল। বলেন, ‘অমি ভাইয়ের সহকারী হিসেবে কাজ করতে গিয়েই অনেক সময় পাশ দিয়ে হেঁটে যাওয়ার শর্ট’সহ ছোটখাট বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হতো। সেটা ছিল নিতান্তই কাজের প্রয়োজনে, অভিনেতা হিসেবে নয়। সেখান থেকে এভাবে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়ে যাব তা নিজেও ভাবিনি।’
অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও শুধু অভিনয় নিয়েই পড়ে থাকতে চান না শিমুল। তার চোখে-মুখে এখনও নির্মাতা হওয়ারই স্বপ্ন। সেভাবে নিজেকে প্রস্তুত করছেন বলে জানালেন।
আরআইজে