২০১৮ সালের মার্চে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ তিন বছরের নির্মাণযজ্ঞ। বিশাল আয়োজন, অবিশ্বাস্য বাজেটে নির্মিত সেই সিনেমা অবশেষে আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পাচ্ছে।

সিনেমার নাম ‘আরআরআর’। নির্মাণ করেছেন ‘বাহুবলী’ খ্যাত এস এস রাজামৌলি। ইতিহাস সৃষ্টিকারী বাহুবলীর পর এটি তার নতুন সিনেমা। তাই দর্শকমহলে আগ্রহের পারদ তুঙ্গে।

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেল, বিশ্বব্যাপী প্রায় ৮ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’। কেবল হিন্দি ভাষায় সিনেমাটি ৩২০০ হলে মুক্তি পাচ্ছে। এছাড়া ভারতের দক্ষিণাঞ্চলে ৩ থেকে সাড়ে ৩ হাজার প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। সেই সঙ্গে বিভিন্ন দেশের ১৭৫০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

দৈর্ঘ্যেও বেশ বড় ‘আরআরআর’। বিভিন্ন সূত্রে খবর আসছে, এটি ৩ ঘণ্টা ১ মিনিটের সিনেমা। ১ ঘণ্টা ৩৮ মিনিটে থাকছে বিরতি। যদিও বর্তমান সময়ে প্রায় সব সিনেমার দৈর্ঘ্য ২ থেকে আড়াই ঘণ্টার মধ্যেই থাকে। সেখানে এটি আরও আধা ঘণ্টা বেশি। তবে গল্পের গাঁথুনি ঠিক থাকলে, দৈর্ঘ্য কোনো বাধাই তৈরি করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

‘আরআরআর’ সিনেমার পরিচালক ও কেন্দ্রীয় চরিত্রের শিল্পীরা

 

আগেই জানা গেছে, ‘আরআরআর’ হলো ভারতীয় সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩৬ কোটি রুপি। এর বাইরে রয়েছে শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক। সবমিলিয়ে সিনেমাটির ব্যয় ৫০০ কোটির বেশি বলে ধারণা করা হচ্ছে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তারা দু’জনেই ৪৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা যায়। তাদের সঙ্গে আছেন বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট।

কেআই