জন্মদিনে বিপাশার সেক্রিফাইসের গল্প বললেন শামীম শাহেদ
নব্বইয়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী বিপাশা হায়াতের জন্মদিন আজ (২৩ মার্চ)। তিন দশকেরও বেশি সময় ধরে শিল্পের চর্চা করে যাচ্ছেন তিনি। একজন নাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবেও প্রশংসিত হয়েছেন অভিনেতা আবুল হায়াতের এই কন্যা।
তবে বর্তমানে নিজেকে চিত্রশিল্পী হিসেবে পরিচিত করতেই বেশি আনন্দ বোধ করেন বিপাশা। আজ ৫১ বছরে পা রাখলেন তিনি। এদিনে পরিবার-পরিজন ও বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
বিশেষ এই দিনে বিপাশাকে প্রশংসায় ভাসিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও মিডিয়াকর্মী শামীম শাহেদ। যিনি কিনা বর্তমানে আমেরিকা প্রবাসী। শামীম শাহেদ বিপাশাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে বিপাশার একটি বিশেষ সেক্রিফাইসের কথা উল্লেখ করেন তিনি। তার সেই পোস্টটি ঢাকা পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বিশাল অংকের টাকার অফার নিয়ে বিপাশা হায়াতের সামনে হাজির হলেন এক বিজ্ঞাপন নির্মাতা। ‘আপা আমাদের ক্লায়েন্টের খুব ইচ্ছা আপনাকে দিয়ে বিজ্ঞাপনটি করানো। আপনি যদি রাজি হতেন তাহলে আমরা খুবই খুশি হতাম।’
নির্মাতা পক্ষ নিশ্চিত ছিলেন বিশাল অংকের এই অফার পেয়ে যেকোনো তারকাই একবাক্যে রাজি হয়ে যাবেন। কিন্তু ঘটল উল্টোটা। সবাইকে অবাক করে দিয়ে বিপাশা হায়াত বললেন, ‘আপনাদের প্রডাক্ট-এর রেপুটেশন তো ভালো না। আমি যদি আপনাদের পণ্যের বিজ্ঞাপন করি তাহলে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। তাদের ক্ষতি হতে পারে। আমি এটা করব না।’
‘টাকার অংক যদি দ্বিগুণ করে দেই তাহলেও করবেন না?’ ‘না, দশগুণ করে দিলেও করব না’-বিপাশা হায়াতের স্পষ্ট উত্তর। আরেকটু ভেঙে বললেন তিনি ‘দেখুন, দেশের মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। টাকার বিনিময়ে আমি এমন কিছু করতে পারি না যাতে অন্য কারো ক্ষতি হয়।’
কটাক্ষ করে নির্মাতাপক্ষ বললেন, ‘কি যে বলেন আপা, এই সময়ে এসে কেউ এতকিছু ভাবে নাকি?’ বিপাশা হায়াত কোনো উত্তর দিলেন না। শুধু ছোট করে বললেন, ‘সেটাই!’
হতাশ হয়ে ফিরে গেলেন নির্মাতাপক্ষ। আমি তখন প্রথম আলোতে কাজ করি। খবর এসে পৌঁছাল আমাদের কানে। আমি অবাক হয়ে লক্ষ করলাম, এমন মানুষের সংখ্যা আমাদের আশেপাশে নেহায়েত কম না। অনেক পরিচিত মুখের অসচেতন পদক্ষেপের কারণে যখন অনেক মানুষের ক্ষতি হতে দেখি তখন এই মানুষগুলোর কথাই বারবার মনে আসে।
আজকের এই দিনে বিপাশা হায়াতকে উপলক্ষ করে স্রোতের বিপরীতে চলা সবার প্রতি রইল অসীম শ্রদ্ধা। শুভ জন্মদিন বিপাশা হায়াত। আমাদের বড় আপা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন বিপাশা হায়াত। বাবা আবুল হায়াত একজন গুণী অভিনেতা। তাই অভিনয়ের সঙ্গে বিপাশার পরিচয় সেই ছোটবেলা থেকেই। ১৯৯০ সাল থেকেই শিল্পকলার জগতে তার বিচরণ। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেছেন। একসময় টিভি নাটকে তৌকীর-বিপাশা জুটি খুব জনপ্রিয় ছিল। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’তে অভিনয় করে জাতীয় পুরস্কারও জয় করে নেন তিনি।
আরআইজে