প্রথম দিনেই ৭৯ কোটি আয় করল প্রভাসের সিনেমা!
ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা প্রভাসের নতুন সিনেমা মুক্তি পেয়েছে। নাম ‘রাধে শ্যাম’। শুক্রবার (১১ মার্চ) বিশ্বব্যাপী প্রায় ৭ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। আর প্রথম দিনেই তুলেছে ঝড়।
জানা গেছে, মুক্তির দিন ‘রাধে শ্যাম’ বিশ্বব্যাপী ৭৯ কোটি রুপি আয় করেছে। তথ্যটি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ক্রিয়েশন। করোনার পর যেকোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে এটি সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। প্রভাসের সুপারস্টারডমের জোরেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন তার ভক্তরা।
বিজ্ঞাপন
কেবল হিন্দিতেই সিনেমাটি প্রথম দিনে সাড়ে ৪ কোটি রুপি আয় করেছে। যা প্রভাসের ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাহুবলী’র কাছাকাছি প্রায়। সেটির হিন্দি ভার্সনে প্রথম দিনের আয় ছিল ৫ কোটি।
যদিও সমালোচকদের কাছ থেকে খুব একটা ভালো রিভিউ পায়নি সিনেমাটি। তাই বক্স অফিসের সাফল্য ধরে রাখতে পারবে কিনা, তা বলা কঠিন।
‘রাধে শ্যাম’ নির্মাণ করেছেন রাধা কৃষ্ণ কুমার। পিরিয়ড রোম্যান্টিক ড্রামা ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশন ও টি সিরিজ। এর বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি স্যাটেলাইট স্বত্ত্ব বিক্রির মাধ্যমে ২৫০ কোটি রুপি আয় করে।
উল্লেখ্য, প্রভাস আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পেয়েছেন দুই খণ্ডের ‘বাহুবলী’ সিনেমা দিয়ে। এর দ্বিতীয় খণ্ড ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।
কেআই/আরআইজে