জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. নিজামউদ্দিন আহমেদ। আগামী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ড. নিজামউদ্দিন আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুসারে বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. নিজামউদ্দিন আহমেদকে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে নিয়োগ করা হলো।

এএজে/এমএইচএস