শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি/ ফাইল ছবি

‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) জন্য ভূমি অধিগ্রহণে অনিয়মের মাধ্যমে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার চেষ্টা’ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

অভিযুক্তের তালিকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাই জাওয়াদুর রহিম ওয়াদুদও আছেন। জমি অধিগ্রহণ নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

উল্লেখ্য, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে প্রভাবশালী একটি গোষ্ঠী দলিল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার জন্য এ কারসাজি করা হয়েছে। এ অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এর মধ্যে তার নিকটাত্মীয়ও রয়েছেন।

এএজে/এসকেডি