করোনার তথ্য প্রতিদিন পাঠাতে হবে মাউশিতে
শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণ পরিস্থিতি মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের করোনা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) মাউশি থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব স্কুল-কলেজের প্রধানকে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে জারি করা গাইডলাইন, নির্দেশনাপত্র এবং কোডিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি চেকলিস্ট প্রস্তুত করা হয়েছিল। কোভিড-১৯ সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ফরমের মাধ্যমে প্রতিদিন বিকেলে ৫টার মধ্যে পাঠাতে হবে।
নির্ধারিত লিংকে প্রবেশ করে (https://tinyurl.com/dshe-school-reopen) গুগল ফরমে তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএজে/জেডএস