এইচএসসি পরীক্ষার ১১তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সোমবার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিন সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৮৪ জন। বিকেলে অনুপস্থিত ৫ জন।

আজ সকালে জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৩ জন, চট্টগ্রামে ২৩৫, রাজশাহীতে ৭৫১, বরিশালে ২৩৪, সিলেটে ১৫৪, দিনাজপুরে ৫৩৮, কুমিল্লায় ৩৩৮, ময়মনসিংহে ২০৫ এবং যশোর বোর্ডে ৩১৬ জন।

বিকেলে ছিল গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র পরীক্ষা। এতে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিলেন তিনজন, বরিশালে দুইজন।

প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।

এএজে/জেডএস