প্রশ্ন ফাঁসে জড়িত সেই অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দেবে বুয়েট
সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ দেবে বুয়েট প্রশাসন।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রসেসিং চলছে। দু-এক দিনের মধ্যে তাকে এই নোটিশ দেওয়া হবে। নোটিশ দেওয়ার পর সাত কিংবা দশ দিনের মধ্যে এটির জবাব দিতে বলা হবে।
তিনি আরও বলেন, এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে যাবে। সেখানেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে গত ২১ নভেম্বর এই অধ্যাপককে বিশ্ববিদ্যালয়টির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান থেকে অব্যাহতি দেওয়া হয়।
একইসঙ্গে ওইদিনই অভিযোগের বিষয় তদন্তে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন বুয়েট প্রশাসন। সে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অধ্যাপক নিখিল রঞ্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন বুয়েট প্রশাসন।
এইচআর/এইচকে