বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা
করোনার কারণে আগামী বছরও পাঠ্যপুস্তক উৎসব না হওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে উৎসব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না, বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।
তিনি বলেন, গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।
২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আগামী বছরও পরীক্ষা যথাসময়ে হচ্ছে না বলে জানান তিনি।
এসএইচআর/আরএইচ