স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিও আবেদনে নিষ্পত্তির সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। রোববার (৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে বিষয়টি জানিয়ে আঞ্চলিক কার্যালয়গুলোর পরিচালক ও উপ-পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চলতি মাসের এমপিওতে শিক্ষক-কর্মচারীদের আবেদন নিষ্পত্তির জন্য ১০ নভেম্বরের স্থলে ১৪ নভেম্বর দুপুর ২টার মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হলো।

প্রতিমাসের ১০ তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠানোর নিয়ম থাকলেও চলতি নভেম্বর মাসের জন্য সে সময় বাড়ানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর দুপুর ২টার মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন পাঠানোর নতুন সময় নির্ধারণ করা হয়েছে। 

এমএইচএস